Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

পৌষের শীতের কামড় বুধের সকালে

Updated : 3 Jan, 2024 6:28 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: ফের কনকনে ঠান্ডা উপভোগ করছে বঙ্গবাসী। তবে জাঁকিয়ে শীত এখনই নয়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, জাঁকিয়ে শীত পড়তে আরও দিন সাতেকের অপেক্ষা। এরপর থরথরিয়ে কাঁপতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বেশ কয়েক ডিগ্রি নামতে পারে পারদ। তার আগে ফের পারদ চড়বেও।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার দিকে তাপমাত্রা খানিকটা কম থাকবে। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে। হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে আমাদের রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে, তা শীতল নয়। যে কারণে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি চলছে। ১৫ ডিগ্রি ও তার আশেপাশে থাকছে তাপমাত্রা।