Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

একধাক্কায় ২০ ডিগ্রি! বুধে বৃষ্টির কলকাতা সহ দক্ষিণ-উত্তরে

Updated : 31 Jan, 2024 5:23 PM
AE: Abhijit Roy
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: একলাফে ২০ ডিগ্রির (Temperature 20 Degrees) ঘরে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই শীতে কোপ পড়েছে। জানুয়ারি শেষে শীত যেন লোটা-কম্পল গুটিয়ে পালাই-পালাই বলছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই কোথাও ঝিরঝিরে বৃষ্টি, বুধবার সকালেই কলকাতার বিভিন্ন জায়গা ভিজেছে বৃষ্টিতে। বুধবার সকালে কলকাতায় বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে (Rain) ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা (Rain Various District)। বৃষ্টির রেশ থাকতে পারে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

পশ্চিমী ঝঞ্ঝার জের শহরে এক ধাক্কায় চার ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তবে বৃষ্টির পর আর জাঁকিয়ে বসবে না শীত। বরং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। রাতের দিকের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।