Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

উধাও ঠান্ডা, সপ্তাহ শেষে ফের ফিরবে শীতের আমেজ

Updated : 6 Dec, 2023 5:25 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

কলকাতা: নভেম্বরের শেষ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ছিল হালকা শীতের আমেজ। বাংলায় ঘূণিঝড় মিগজাউমের ( Michaung ) প্রত্যক্ষ প্রভাব (Effect West Bengal) না পড়েও পরোক্ষ প্রভাবে কার্যত উধাও শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের ৬ ডিগ্রি উপরে। তবে সপ্তাহ শেষে ফের ফিরবে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস জানান দিচ্ছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে পারদ নামার ইঙ্গিত।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় (Kolkata Winter) বুধবার দিনভর মেঘলা আকা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শীতের আমেজ কমেছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেড়েছে। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ উধাও। তবে আগামী সপ্তাহে কলকাতার পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে।