সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা, আজ সারাদিন মেঘলা আকাশ
কলকাতা: ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই জমিয়ে ব্যাটিং শুরু করেছে শীত। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বড়দিনে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের পর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এই প্রবণতা বজায় থাকবে আপাতত। প্রথম দুদিনের পর থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়াতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ অনেকটাই কম মনে হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বাড়তে চলেছে তাপমাত্রা। দক্ষিনবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ১০ ডিগ্রির কাছে নেমে গিয়েছিল পারদ। তবে সপ্তাহান্তে ফের বাড়তে চলেছে তাপমাত্রা।