Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

হামলার আগে রেকি, জঙ্গিদের সাহায্য স্থানীয়দের

Updated : 22 Dec, 2023 8:38 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

শ্রীনগর: কাশ্মীরে (Kashmir) হামলার দুমাস আগে এলাকায় রেকি (Recce) করেছিল জঙ্গিরা (Terrorist)। গ্রামবাসীদের বিশ্বাসঘাতকতাতেই সেনা (Indian Army) কনভয়ের উপর হামলা চালাতে সফল হয় আইসিসের (ISIS) মদতপুষ্ট জঙ্গিবাহিনী। পুঞ্চ জেলার রাজৌরিতে বৃহস্পতিবারের ওই ঘটনায় ৫ জওয়ান শহীদ হয়েছেন। জখম আরও বেশ কয়েকজন।

সূত্রে জানা গিয়েছে, স্থানীয় গ্রামবাসীরা জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করেছিল। এর পিছনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিসের মাথা আছে বলেও জানা গিয়েছে। পাকিস্তানি জঙ্গি বাহিনী লস্কর-ই-তোইবার (LeT) ছায়া সংগঠন পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট বা পিএএফএফ (PAFF) এই হামলার দায় স্বীকার করেছে।