অনবদ্য শতরানে ভারতকে ম্যাচে ফেরালেন নীতীশ
কলকাতা: অনবদ্য শতরান করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। স্ট্যান্ডে বসে ছেলের কীর্তিতে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করলেন গর্বিত পিতা। খারাপ আলো এবং টিপটিপ বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ। ভারত ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে। অস্ট্রেলিয়া এখনও ১১৬ রানে এগিয়ে।
মেলবোর্ন টেস্টে (Melbourne Test) অজিরা এখনও অ্যাডভান্টেজে ঠিকই, তবু ভারতকে লড়াইয়ের জায়গায় ফিরিয়ে এনেছেন ২১ বছর বয়সি অলরাউন্ডার। আগের টেস্টগুলোতেও ব্যাট হাতে সপ্রতিভ দেখাচ্ছিল তাঁকে, শুধু বড় রান করতে পারছিলেন না। কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করতে এমসিজি-র মতো গ্র্যান্ড ভেন্যু বেছে নিলেন তিনি। বোলিংয়ে আর একটু উন্নতি করতে পারলে নীতীশ কিন্তু লম্বা রেসের ঘোড়া।
প্রশংসা করতে হবে ওয়াশিংটন সুন্দরেরও (Washington Sundar)। শুভমান গিলের মতো স্পেশ্যালিস্ট ব্যাটারকে বসিয়ে তাঁকে খেলানো হয়েছে। তাই ব্যাট হাতে অবদান রাখতেই হত। নীতীশের সঙ্গে ১২৭ রানের মহা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন। দুজনে মিলে একসঙ্গে দ্বিতীয় নতুন বলের বিষদাঁত ভাঙলেন। তবে অর্ধশতরান করেই প্যাভিলিয়নে ফিরলেন ওয়াশিংটন। এই জুটিটা আর একটু টিকে থাকলে ম্যাচে পুরোপুরি কামব্যাক করত ভারত।
তৃতীয় দিনে আর খেলা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অস্ট্রেলিয়া চেষ্টা করবে চতুর্থ দিনে ভারতের শেষ উইকেটটা যত দ্রুত সম্ভব তুলে ব্যাট করতে নামতে। অন্তত ৪০০ রানের টার্গেট দেওয়ার চেষ্টা করবেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোংয়ের লক্ষ্য থাকবে তৃতীয় ইনিংসে অজি ব্যাটিং লাইন আপে বড়সড় ধস নামানো। জসপ্রীত বুমরা এবং দুই স্পিনার হবেন বড় অস্ত্র।