
কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমবে, জানাল হাওয়া অফিস
কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal) শুক্রবার থেকে বৃষ্টি (Rain) বাড়বে এবং দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । মৌসুমী অক্ষরেখা উত্তরে এগিয়ে গোরখপুর ও কোচবিহারের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকাশ আংশিক মেঘলা থাকবে।
কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৫.১ মিলিমিটার।
অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। আজ ও কাল উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলে জানাচ্ছে মৌসম ভবন। সপ্তাহের শেষে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস থাকছে। ভিন রাজ্যের ক্ষেত্রে আগামী দুদিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়ছে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং ঝাড়খণ্ডে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়,মিজোরাম মণিপুর এবং ত্রিপুরায়।