Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Powassan Virus | ফের নতুন ভাইরাসের আগমন, এবার প্রাণ কাড়ল পোওয়াসান ভাইরাস

Updated : 27 May, 2023 5:57 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

মার্কিন যুক্তরাষ্ট্র: সম্প্রতি পোওয়াসান নামের একটি নতুন ভাইরাস সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে এই পোওয়াসান ভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে। মেইন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (মেইন সিডিসি) তরফে জানানো হয়েছে, “সম্প্রতি একজন প্রাপ্তবয়স্ক এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে মারা গিয়েছেন, চলতি বছরে ‘পোও’ ভাইরাসে আক্রান্ত হলেন প্রথম কোনও এক ব্যক্তি।”

যদিও এখনও পর্যন্ত এই ভাইরাসে খুব একটা কেউ সংক্রমিত হননি। তবে পোওয়াসান ভাইরাস সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং রাশিয়ায় বৃদ্ধি পাচ্ছে। যা সত্যিই উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকমহলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রগতিশীল দেশে প্রতি বছর ২৫ জন করে ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফলে এটি স্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

পশুদের গায়ের লোমে যে ধরনের পোকা হয় তার থেকেই ছড়াচ্ছে এই পোওয়াসান ভাইরাস। এই পোকাগুলোকে বলে টিক। এরাই পোওয়াসান নামের এক ধরনের প্রাণঘাতী ভাইরাসের বাহক। পোকা কামড়ানোর ১৫ মিনিটের মধ্যে ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে জানাছেন বিশেষজ্ঞরা। পশুর শরীর থেকে এই ভাবেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে পোওয়াসান। কানেক্টিকাট, মিনেসোটা, পেনসিলভানিয়ায় এই ধরনের ভাইরাস বাহিত রোগ ছড়িয়েছে। 

উপসর্গ কী কী?

এই বিপজ্জনক ভাইরাসে সংক্রমিত হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী উপসর্গহীন থাকে। ফলে শরীরের ভিতর সহজেই ভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর সরাসরি ব্রেনে অ্যাটাক করে পোওয়াসান ভাইরাস, যার জেরে রোগীর মৃত্যু অনিবার্য।