Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বাংলায় সাত জেলা সহ ১৫টি রাজ্য দিয়ে যাবে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা

Updated : 5 Jan, 2024 5:44 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: কংগ্রেসের আগামী কর্মসূচি ভারত ন্যায় যাত্রার নাম পরিবর্তন হল। নতুন নাম হল ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। বৃহস্পতিবার কংগ্রেসের (Congress) তরফে এই যাত্রার রুট ম্যাপ (Route Map) প্রকাশ করা হল। কংগ্রেস জানিয়েছে, এই যাত্রায় যেখানেই পারে তাতে যোগ দেওয়ার জন্য সমস্ত ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। পশ্চিমবঙ্গের সাত জেলা সহ সারা দেশে মোট ১১০টি জেলা অতিক্রম করবে এবারের যাত্রা। উল্লেখ্য, এই যাত্রার প্রথম পর্বে অর্থাৎ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পশ্চিমবঙ্গ ছিল না।

যাত্রাটি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১৪ জানুয়ারি শুরু হবে এবং ২০ মার্চ মুম্বইতে শেষ হবে। মোট এটি ১৫টি রাজ্য, ১১০টি জেলা এবং ১১০টি লোকসভা আসন অতিক্রম করবে। ৬৭ দিনে ৬ হাজার ৭১৩ কিলোমিটার যাবে এই যাত্রা। উত্তরপ্রদেশে ২০টি জেলায় ১০৭৪ কিলোমিটার রাস্তা যাবে এই যাত্রা। সেখানে ১১ দিন কাটাবে ওই যাত্রা।