Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

মন্ত্রিসভার বৈঠকে দত্তপুকুর নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Updated : 29 Aug, 2023 7:18 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

কলকাতা: দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণ (Duttapukur Blast) নিয়ে প্রশাসনের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে তোপ দাগেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। প্রায় সাড়ে তিন মাস আগে এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বেআইনি বাজি কারখানা নিয়ে বেশ কয়েকদফা  নির্দেশিকাও চূড়ান্ত হয়। তারপরেও কী করে বেআইনি ভাবে এত বাজি কারখানা চলছে এবং এত বিস্ফোরণ ঘটছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী কৈফিয়ত চান মুখ্যসচিবের কাছে।

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠকে মূলত দত্তপুকুরের বিস্ফোরণ নিয়ে আলোচনা হয়। মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, দত্তপুকুর থানার আইসি কি ঘুমোচ্ছিলেন? বৈঠকে উপস্থিত থাকা এক মন্ত্রী জানান,মুখ্যমন্ত্রীকে এদিন দৃশ্যতই ক্ষুব্ধ দেখাচ্ছিল। তিনি আমলা এবং মন্ত্রীদের আরও সজাগ এবং সর্তক থাকার নির্দেশ দেন। মন্ত্রিসভার বৈঠকের পরই দত্তপুকুর থানার আইসি এবং নীলগঞ্জ আউট পোস্টের ওসিকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়।

এদিকে, দত্তপুকুরের বিস্ফোরণস্থলের আশেপাশে একাধিক গোডাউন এবং ল্যাবরেটরির সন্ধান মিলেছে। আলু পিঁয়াজের বস্তার আড়ালে সেই সব গোডাউনে মজুত থাকতে দেখা গিয়েছে বাক্স বাক্স বাজি। রীতিমতো সযত্নে প্যাক করা সেই সব বাজি। এদিন বিকেল থেকে পুলিশ ও দমকল বাজেযাপ্ত করে। অবশ্য প্রথম দিকে তা করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে। ঘটনাস্থলে অত্যাধুনিক ল্যাবেরটরি কী কাজে লাগত, তারএ তদন্ত করছে পুলিশ।