Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

দীর্ঘদিন আটক রাখার পর ছেড়ে দেওয়া হল চীনা গুপ্তচর

Updated : 2 Feb, 2024 5:18 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: আরসিএফ থানায় আটক চীনা পায়রা। অভিযোগ, চরবৃত্তির জন্য পায়রাটিকে পাঠিয়েছিল চীন। সেই সন্দেহে প্রায় ৮ মাস আটক ছিল পায়রাটি। অবশেষে মুম্বই পুলিশ পায়রাটিকে মুক্তি দিল।

২০২৩ সালে মে মাসের ঘটনা। পির পাও যেটি থেকে আরসিএফ থানার পুলিশ পায়রাটিকে কোনওভাবে আটক করে। চরবৃত্তির অভিযোগ (FIR) দায়ের করে তদন্ত করে পুলিশ। পরবর্তীতে তদন্তে উঠে আসে এর পেছনে থাকা আসল রহস্য। তদন্তে পুলিশ জানিয়েছে, পায়রাটির পেয়ে দুটি রিং ছিল। রিং দুটি তামা ও অ্যালুমিনিয়ামের তৈরি। পায়রার দুই ডানার নিচে চিনা ভাষায় কিছু লেখা ছিল।