Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রঙিন সরকারি বাসের গায়েও এবার নীল-সাদা রঙ

Updated : 21 Oct, 2023 5:40 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: শহর কলকাতা ঐতিহ্যবাহী রংবাহারি ট্রামের পর এবার পরিবহণ বিভাগের বাসের রঙ বদলের কাজ শুরু করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এবং তাঁর শৈল্পিক ভাবনার মাধ্যমে এবার রাজ্য পরিবহণ বিভাগের বাসগুলিকে সুন্দর করে নীল-সাদা রঙের প্রলেপে সাজিয়ে তোলার কাজ শুরু রাজ্য পরিবহণ নিগমের।

শনিবার শহর কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুজোর দিনগুলিতে যাতে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় রূপে পুজো মণ্ডপে ঘোরানো যায়, তারই শুভ সূচনা করলেন রাজ্য পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহণ নিগমের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। জানা গিয়েছে, পরিবহণ বিভাগের বাশগুলিকে আকর্ষণীয় করে তুলতে আনুমানিক ৬.৭২ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। প্রথম পর্যায়ে মোট ৬৭৫ টি ডব্লুবিটিসি-এর বাসে রঙিনভাবে রাঙিয়ে তোলার কাজ শুরু করা হচ্ছে। এই কাজের সমস্ত খরচ রাজ্য সরকারের আর্থিক সহায়তাতেই করা হচ্ছে বলেও সেদিন জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজ্য পরিবহন নিগমের পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে রাজ্য পরিবহণ বিভাগের সমস্ত বাসের পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ করে প্রতিটিকে রঙিন রঙে রাঙিয়ে তুলে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলা হবে বলেও জানান রাজ্যের পরিবহন মন্ত্রী।

Tags: