নতুন ইতিহাসের সূচনা করল দেশ, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে বললেন প্রধানমন্ত্রী
অযোধ্যা: নতুন ইতিহাসের সূচনা করল দেশ। রামকে (Ram) নিয়ে বহু আইনি লড়াই হয়েছে। আজ প্রভু রাম সেই লড়াইয়ের শেষ করালেন। রাম আর তাঁবুতে (Tent) নয়, মন্দিরে (Temple) থাকবেন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার দুপুরে ঘটনাস্থল রামমন্দির চত্বর। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলে তখন শয়ে শয়ে রামভক্ত। সাধু, সন্ত, বিশিষ্টজনেরা হাজির। সেসময় উত্তরপ্রদেশের অযোধ্যা (Ayodhya) রামময়। দেশ রামমন্দির আবেগে ভাসছে। রামমন্দির নির্মাণ হয়েছে আদালতে অনেক আইনি লড়াইয়ের পর। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেই কথা বলতে চেয়েছেন। এদিন ৫০০ বছর পর মন্দিরে ফিরলেন রাম। প্রভু রামের মন্দিরে ফিরতে দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। তিনি বলেন, আজ থেকে অনেক দিন পরেও এই দিনটি নিয়ে চর্চা হবে। তিনি বলেন, এটা শুধু মন্দির নয়, ভারতের দর্শনও।
এদিন প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বক্তব্য পেশ করার সময় বলেই ফেলেন আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। এদিন তিনি বলেন, আমাদের রাম মন্দিরে এসেছে। তখন দৃশ্যতই গলা ধরে আসে তাঁর। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাম আবেগকে ভর করে এর আগে নির্বাচনী বৈতরণী পার হয়েছে বিজেপি। সেই লালকৃষ্ণ আদবানির সময়ে রথযাত্রা থেকে যার সূত্রপাত। সামনেই লোকসভা ভোট সে দিক দিয়ে রামমন্দির বিজেপির পালে হাওয়া দিতে পারে বলে বিজেপি শিবির মনে করছে। সেই জন্য আবেগের ঢেউ তোলা হয়েছে।