রাজ্যে চার জেলার জেলাশাসককে বদল করল নির্বাচন কমিশন
নয়াদিল্লি: একাধিক রাজ্যে জেলাশাসক (DM) ও এসপি (SP) বদল করল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। পশ্চিমবঙ্গ ছাড়াও সেই রাজ্যগুলি হল, গুজরাত, পঞ্জাব, ওড়িশা। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার জেলাশাসককে বদল করা হল। প্রমোটি আইএএস হওয়ায় তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছেন কমিশন। এর আগে পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যে নতুন ডিজি হয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলার জেলা শাসকদের ক্ষেত্রেও যদি আইএএস পদমর্যাদার আধিকারিক না হন তাঁদের দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। জেলার পুলিশ সুপার দের ক্ষেত্রেও আইপিএস পদমর্যাদার আধিকারিক না হলে তাঁদের নির্বাচন পরিচালনার কাজে যুক্ত রাখা যাবে না।