নতুন মহিলা কমিশনার পেতে চলেছে কলকাতা পুরসভা!
কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে কলকাতা কর্পোরেশনে বড়সড় বদল করতে চলেছে নির্বাচন কমিশন। পৌরনিগমের অন্দরের খবর, প্রথম মহিলা পৌর কমিশনার পেতে চলেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশে বদল হতে চলেছেন কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) পুর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে, সচিব হরিহর প্রসাদ মণ্ডল। সেখানেই এবার কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার পদে নিযুক্ত করা হতে পারে কোনও মহিলা আইএএস আধিকারিককে।
কর্পোরেশন সূত্রে খবর, ফিরহাদ হাকিম (Firhad Hakim) মেয়র হওয়ার পরে বিনোদ কুমারকে পুর কমিশনার পদে আনা হয়। তার আগে দীর্ঘ দিন খলিল আহমেদ এই পদে ছিলেন। তিনি বর্তমানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব। ফিরহাদ হাকিম পরিবহণ মন্ত্রী থাকাকালীন বিনোদ কুমার (Binod Kumar)-কে পরিবহণ সচিব করা হয়। তবে সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই একটি নির্দেশিকায় অন্য প্রশাসনিক কর্তাদের মতো কর্পোরেশনের আধিকারিকদের, যারা তিন বছরের বেশি সময় একই পদে রয়েছেন, তাঁদের আগাম বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতই কলকাতার পুর কমিশনার, বিশেষ কমিশনার, সচিব-সহ বেশ কিছু কর্তার বদলি আসন্ন।