ভোটারদের উৎসাহ দিতে গম্ভীরা গানে প্রচার করছে নির্বাচন কমিশন
মালদহ: মালদহ (Malda) জেলার বিখ্যাত লোক গান গম্ভীরাকে (Gambhira) এবার নির্বাচন কমিশন (National Election Commission) ভোট প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিল। ভোটারদের উৎসাহ দিতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। মালদহ জেলার হবিবপুরে ব্লক প্রশাসনের উদ্যোগে আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুরে আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত স্তরের ভোটারদের উৎসাহ প্রদান করতে মহিলা পরিচালিত গম্ভীরা গান আয়োজন করা হয়।
হবিবপুরের বিডিও অংশুমান দত্ত জানিয়েছেন, হবিবপুর ব্লক সিস্টেমেটিক ভোটার’স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেল-এর দ্বারা নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ। বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে , মহিলা ভোটারদের এবং সর্বোপরি নাগরিকদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচতনতা বৃদ্ধির প্রয়াসে এটা করা হয়। মহিলা পরিচালিত গম্ভীরা গান পরিবেশিত করা হয় হবিবপুর ব্লকের কেন্দ পুকুরে, পাশাপাশি আগামীতেও হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ভোটার সহ বিভিন্ন স্তরের ভোটারদের ভোটদানে সচেতন বাড়াতে গম্ভীরা গান পরিবেশন করবেন। মালদহ জেলার ১৫টি ব্লকেই নির্বাচন নিয়ে এই ধরনের প্রচার অভিযান চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।