বাবা-মায়ের জন্যই ভেঙে গিয়েছিল প্রথম প্রেম! সম্পর্ক নিয়ে এ কী বললেন জাহ্নবী
মুম্বই: ২০১৮ সালে ‘ধড়ক’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। কিন্তু, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) এবং চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের (Boney Kapoor) কন্যা হওয়ার কারণে জাহ্নবীকে বলিউড (Bollywood) দুনিয়ায় ‘স্বজনপ্রীতি’ অর্থাৎ ‘নেপোটিজম’ বিতর্কের মধ্যে ফেলে দিয়েছিল। তবে, নিজের সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনামে উঠেছেন জাহ্নবী। অনেকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠলেও বরাবরই তা অস্বীকার করেছেন এই অভিনেত্রী। তবে এবার তিনি তার প্রথম প্রেম ভাঙার কারণ জানালেন নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তাঁর জীবনে প্রথম প্রেম রীতিমতো সমস্যা সৃষ্টি করেছিল। তাই প্রথম প্রেমটা ছিল ওই খানিকটা লুকিয়ে চুরিয়ে মিথ্যে বলে পালিয়ে বেড়ানোর মতো। যদিও সেই প্রেমিকের নাম জানাননি অভিনেত্রী। জাহ্নবীর কথায়, আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ, একটা সময় মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর তখনই ঠিক করেছিলাম এভাবে নয়, সম্পর্ক হওয়া উচিত পরিবারের সবার সম্মতি নিয়ে, সবাইকে জানিয়ে। তবেই সে সম্পর্ক সুষ্ঠভাবে টিকিয়ে রাখা যায় বলেই মনে করেন তিনি।
প্রেমের বিষয়ে মেয়ে জাহ্নবী কাপুরের ওপর বিন্দুমাত্র আস্থা রাখতেন না শ্রীদেবী। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার মা সব সময় মনে করতেন আমি নাকি মানুষ চিনি না। আর ঠিক সেই কারণেই এসব বিষয়ে আমার মা একেবারেই আমাকে ভরসা করতেন না। মা সব সময় চাইতেন আমার দেখে শুনে বিয়ে দিতে। প্রেম করলেই নাকি আমি ঠকে যাব ,এমনটাই মনে করতেন মা।” তিনি আরও বলেন, ‘আমার বাবা-মায়ের বক্তব্য ছিল, তোমার কোনও প্রেমিক থাকবে না। বাবা-মা খুবই রক্ষণশীল এবং কঠোর মনোভাবাপন্ন ছিলেন ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে।