Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock
North Bangal Tourism

হাতছানি দিয়ে ডাকছে পাহাড়-জঙ্গল, ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ডেস্টিনেশন থেকে

Updated : 7 Aug, 2023 7:34 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Subhadeep Banerjee

কলকাতা: বাঙালির পায়ের তলায় সর্ষে। কয়েক দিনের ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়তে ইচ্ছা হয়। আর সামনেই দুর্গা পুজো (Durga Puja)। মানে একটা লম্বা ছুটি। তাই আনন্দ করার পাশাপাশি অনেকেই পছন্দ করেন পুজোর ছুটিতে কোথাও ঘুরতে যেতে। কিন্তু, ভাবছেন তো দুর্গাপুজোতে কোথাও ঘুরতে যাবেন? আবার পকেটের কথাও চিন্তা করতে হবে। এই অবস্থায় আপনাদের পুজোর ডেস্টিনেশন হতে পারে অফ বিট কোনও পাহাড়ের গ্রাম। এতে পকেটেও টান পড়বে না, আবার পুজোর ছুটি পাহাড়ের কোলে কাটাতে পারবেন। 

ছোট্ট পাহাড়ি গ্রাম বেনদা (Benda) কালিম্পং এর খুব কাছেই অবস্থিত। এই গ্রামটি তৈরি হয়েছে পাহাড়ের গায়ে একটি ছোট উপত্যকায়। বিভিন্ন পাহাড়ি ফুল ছড়িয়ে রয়েছে এই গ্রামের চারিধারে। সকালে ঝকঝকে আকাশে দেখা মিলবে উড়ো মেঘের। এছাড়াও অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তো রয়েছেই। অবশ্য আকাশ পরিষ্কার থাকলেই সেই সুযোগ মিলবে। এছাড়াও এই গ্রাম থেকে দেখা মেলে সিকিমের পাহাড়ের। সেই পাহাড়ে সন্ধ্যায় দেখা মেলে আলোর, যা তৈরি করে মায়াবী পরিবেশের। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি সরু নদী। সেখানে বসে কেটে যাবে ঘণ্টার পর ঘন্টা। 

নদীর এক পাশে রয়েছে চাষের জমি, অপরদিকে রয়েছে মন্দির। ঋষি খোলা নদীর কুলুকুলু বয়ে যাওয়া আর তার পাড়ে ছোট্ট একটা মন্দির। বেশ নান্দনিক পরিবেশ। মন ভরে যাবে। গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে অসংখ্য ফুলের গাছ। দুএকটা দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। অনেকে আবার এখানে ট্রেক করতেও আসেন। তবে, অফবিট জায়গা হওয়ায় এই গ্রামে পর্যটকদের আনাগোনা কম। তাই এখানে আসতে হলে আগে থেকে হোমস্টে বুক করে আসাই ভালো। কালিম্পং থেকে গাড়ি করেও আসা যায়। তবে হোম স্টের গাড়িতে এলে সুবিধা হবে বেশি।