Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Jamai Sashti | জামাই ষষ্ঠী কী ও কেন পালন করা হয়? জানুন এর ইতিহাস

Updated : 23 May, 2023 11:43 AM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

কলকাতা: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তারই অন্যতম হল জামাই ষষ্ঠী (Jamai Sashti)। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। এদিন মেয়ে জামাইকে বাড়িতে নেমন্তন্ন করে এনে ভুরিভোজ করার শ্বশুর শাশুড়ি, সঙ্গে থাকে উপহার দেওয়ার পালা। এর পাশাপাশি এদিন মা ষষ্ঠীর কাছে পুজো (Pujo) দিয়ে মেয়ে-জামাইয়ের মঙ্গল কামনাও করা হয়। তবে এখন বৌমা ষষ্ঠীও করেন অনেক শাশুড়ি। 

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই বছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী ২৫ মে অর্থাৎ ১০ জ্যৈষ্ঠ ১৪৩০, বৃহস্পতিবার। ষষ্ঠী শুরু হবে ১০ জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ৩টে ২৮ মিনিটে এবং ষষ্ঠী ছেড়ে যাবে ১১ জ্যৈষ্ঠ বিকেল ৫টা ২৬ মিনিটে। 

কী ভাবে জামাইষষ্ঠীর প্রচলন হয়েছিল? 

কথিত আছে, এক পরিবারে দুই বউ ছিল। তার মধ্যে ছোট বউ খেতে ভীষণ ভালোবাসত। বাড়িতে মাছ বা অন্য যা কিছু ভালো রান্না হত, সবই সে আগে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত। সব খাবার কোথায় গেল, তা শাশুড়ি মা জিজ্ঞেস করলে ছোট বউ বানিয়ে বানিয়ে বলত যে একটা কালো বেড়াল ঘরে ঢুকে সব খেয়ে ফেলেছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বেড়াল হল মা ষষ্ঠীর বাহন। নিজের সম্পর্কে এই মিথ্যে অভিযোগ শুনে বেড়াল মা ষষ্ঠীর কাছে গিয়ে সব জানায়। নিজের বাহন সম্পর্কে এই মিথ্যে কথা শুনে মা ষষ্ঠী অত্যন্ত রেগে যান এবং অভিশাপ দেন।

মা ষষ্ঠীর অভিশাপে ছোট বউ-এর একটি করে সন্তান হয়, আর জন্মের কিছু পরেই তার মৃত্যু হয়। এই ভাবে ছোট বউয়ের সাত পুত্র ও এক কন্যা এই ভাবে জন্মের পরেই মারা যায়। স্বামী, শাশুড়ি ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন ছোটবউকে অলক্ষণা, অপয়া বলে গালি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু ওই বাড়ির বড়বউ স্বামী সংসার নিয়ে সুখে সংসার করতে থাকে।

ছোট বউ মনের দুঃখে বনে চলে যায়। একদিন জঙ্গলে বসে একা একা কাঁদছে, তখন ছোট বউয়ের দুঃখ কাতর হয়ে এক বৃদ্ধার ছদ্মবেশ ধরে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কান্নার কারণ জিজ্ঞাসা করলে ছোট বউ সবটা বলে ওই বৃদ্ধাকে। নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায় সে। তখন ষষ্ঠী তাঁকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তিভরে মা ষষ্ঠীর পুজো করলে নিজের মৃত সাত পুত্র ও এক কন্যার জীবন ফিরে পাবে। এরপর সংসারে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায় ছোট বউ। এর ফলে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য ছড়়িয়ে পড়ে চারদিকে। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথার মূল কাহিনি এটাই।