Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Asian Games | জল্পনার অবসান! সম্ভবত এশিয়ান গেমসে যাচ্ছে ভারতীয় ফুটবল দল

Updated : 23 Jul, 2023 9:19 PM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Silpika Chaterjee

নয়াদিল্লি: চলতি বছরে ট্রফি জয়ের হ্র্যা্ট্রিক করেছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। তারপরও এশিয়ান গেমসে (Asian Games) সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) খেলতে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল না। সুনীল, প্রীতমদের এশিয়ান গেমসে খেলতে যাওয়া নিয়ে আর কোনও বাধা থাকছে না বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রের তরফে শুধু পুরুষ ফুটবল দলকে নয় এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে মহিলা ফুটবল দলকেও।

নিয়ম অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম আটে থাকতে পারলে তাহলেই এশিয়ান গেমসে খেলার সুযোগ দেয় কেন্দ্রীয় সরকার। তবে এশিয়াতে ভারতীয় ফুটবল দলের অবস্থাব ১৮। গত চার মাসে দারুণ পারফর্ম্যান্স করেছেন ভারতীয় ফুটনবলাররা। পর পর তিনটি ট্রফি জিতেছেন তাঁরা। আপাতত ভারতের ফিফা (FIFA) র্যা ঙ্কিং ৯৯। তাই এশিয়ান গেমসে ভালো পারফর্ম্যান্স করার সুযোগ রয়েছে ব্লু-বিগ্রেডের। সূত্রের খবর, ফুটবল দল প্রথম আটের মধ্যে না থাকার দরুণ এশিয়ান গেমসে খেলতে যেতে বাধা দিচ্ছিলেন পিটি ঊষা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ভারতকে এশিয়ান গেমসে পাঠানোর জন্য লেগে পড়েছিলেন।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে এশিয়ান গেমসে খেলতে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লেখেন ভারতীয় ফুটবল দলের হেড স্যার ইগর স্টিমাচ। তিনি লিখেছিলেন, “এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে না পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে কেউ আপনাদের অবগত করেছেন কি না, তা আমার জানা নেই। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজোক দেশে ছিল ভারত, যার ফলে তরুণ ফুটবলার তুলে আনার জন্য ব্যয় করা হয়েছিল অনেক। ভারতের ফুটবল দল যে বিশ্বকাপ খেলবে সেই স্বপ্ন আপনারাও দেখেন। তাই স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাদের যে সমর্থন আগেও পেয়েছ, আশা করছি এবারও সেটা পাব।”