Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

হাসপাতালে নবজীবনের নতুন ভোর দেখলেন ‘সুড়ঙ্গবাসী’রা

Updated : 30 Nov, 2023 8:17 AM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

উত্তরকাশী: ১৭ দিনের সুড়ঙ্গবাসীদের (Uttarkashi Tunnel Resque) জীবনে নতুন ভোর হল বুধবার। মঙ্গলবার রাতে বাইরে বেরিয়ে আসার পর তাঁদের ভর্তি করা হয়েছে অস্থায়ী হাসপাতালে। এদিন সকালে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ প্রবীণ কুমার জানান, ৪১ জন কর্মীই সুস্থ রয়েছেন। কোনও গুরুতর অসুস্থতা বা অসুখের চিহ্ন নেই।

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বের করার পর তাঁদের নিয়ে যাওয়া চিন্যালিসৌরের (Chinyalisaur) স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে আগেভাগেই যাবতীয় আধুনিক চিকিৎসা ব্যবস্থা জোগাড় করে রাখা ছিল। বুধবার সকালে তাঁদের নানারকমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলে। এগুলি হয়ে গেলেই তাঁদের অধীর অপেক্ষায় থাকা বাড়ির লোকের সঙ্গে ছেড়ে দেওয়া হবে।