নতুন বছরে নতুন চমক, ‘ধুম ৪’ এ আসছেন বাদশা?
Updated : 30 Dec, 2023 10:28 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
মুম্বই: ২০২৩-এ বক্স অফিসে উঠেছে শাহরুখ ঝড়। দীর্ঘ বিরতির পর, চলতি বছরেই প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’ এবং বছর শেষে ‘ডাঙ্কি’ দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন বলিউড বাদশা। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ১০০০ কোটির ব্যবসা করে বক্স অফিসে। কিন্তু ‘ডাঙ্কি’ (Dunki) একটু ভিন্ন ধরনের। কমেডি ড্রামা ঘরানার এই ছবি নিয়ে মুক্তির প্রথম দিনেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুরাগীরা মতে, শাহরুখ (Shah Rukh Khan) আর রাজকুমার হিরানির (Rajkumar Hirani) কেরিয়ারের এটাই সেরা ছবি।
এবার আসা যাক আগামী বছরের কথায়। ২০২৪-এ কোন ছবি আসছে বা কী কী চমক দিতে চলেছেন কিং খান, সেটা নিয়েই অনুরাগী মহলে এখন আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করে ফেলেছেন যে ‘ধুম ৪’ ছবিতে তাঁকে দেখা যাবে। যদিও এর কোনও নিশ্চিত তথ্য মেলেনি।
Tags: