এবার থেকে কলের জলেও লাগবে টাকা! জানুন বিস্তারিত
হুগলি: জল খেতে গেলে লাগতে পারে টাকা, এমনই আতঙ্কে ভুগছেন হুগলির (Hooghly) কোন্নগরের (Konnagar) মানুষজন। আতঙ্কে ভোগার কারনও আছে যথেষ্ট। বাড়ির কলের মাথায় বসেছে মিটার। এবার থেকে জল ব্যবহার করতে হবে মেপে ঝুপে। কারণ মিটার রেটিং অনুযায়ী যেই ভাবে আসে বিদ্যুতের বিল ঠিক সেই ভাবে আসতে চলেছে জলেরও বিল (Water Bill)।
হুগলির বিভিন্ন পুর (Hooghly Municipality) এলাকায় বসেছে জলের কলে মিটার। সেই মোতাবেক হুগলির কোন্নগর পুরসভায় (Konnagar Municipality) বসছে প্রায় ৬০০০ জলের কলের মিটার। তার জন্য দেওয়া হয়েছে নতুন পাইপ লাইন। তবে নতুন মিটার সমেত কল বসানোর জন্য সরকারের তরফ থেকে কোনরকম টাকা নেওয়া হচ্ছে না। কিন্তু মিটার বসা মানে আগামীতে যে জলের জন্য টাকা দিতে হবে সেই নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষজন।
এই বিষয়ে এলাকার এক গৃহিণী কলকাতা টিভির প্রতিনিধিকে জানিয়েছেন, প্রতিদিন নিত্যদিনের কাজের জন্য তাদের জলের প্রয়োজন। সেখানে যে জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় সেই জল দিয়ে অন্যান্য কাজ করতে হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে বিদ্যুতের বিল ও অন্যান্য বিল দিতে গিয়ে হিমশিম খেতে হয় সেখানে পানীয় জলের জন্য যদি এবার কর দিতে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা আরও কঠিন হবে। এলাকার আরও একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে। সরকারে আসার পর তৃণমূল সরকার সমস্ত জলকর মুকুব করেছিলেন। সেখানে যদি আবারও জলকর চালু হয় তাহলে তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন।