Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

আতঙ্কে শাহজাহানের গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরা

Updated : 29 Jan, 2024 9:37 PM
AE: Samrat Saha
VO: Tosmina Khatun
Edit: Silpika Chatterjee

সন্দেশখালি: আতঙ্কে কাটছে আকুঞ্জি পাড়া গ্রাম। মাধ্যমিক পরীক্ষার্থীদের চোখে মুখে হতাশা আতঙ্কের ছাপ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির আকুঞ্জি পাড়া গ্রামে বাড়ি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। চলতি মাসের ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে আসে ইডি। ওইদিন তল্লাশি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারীকেরা। ভাঙচুর করা হয় গাড়িও। তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। ৩৬ ঘণ্টা পর অডিও বার্তাও দেন তৃণমূল নেতা। সেদিনের পর থেকেই আতঙ্কে গোটা গ্রাম।

এদিকে ২৪ জানুয়ারি ফের ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশি শুরু করে। বাড়ির সিল করার পাশাপাশি নোটিশ ঝুলিয়ে দিয়ে আজ অর্থাৎ সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সমস্যায় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের আকুঞ্জি পাড়া গ্রামের প্রায় ১২০০ গ্রামবাসী। সবচেয়ে বড় সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। এখানে সরকারি স্কুল বোর্ড ও মাদ্রাসা বোর্ডের প্রায় ৫০ জন ছাত্রছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষা দেবে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। একদিকে যেমন গৃহ শিক্ষকরা তাদের বাড়ি যেতে ভয় পাচ্ছেন, অন্যদিকে বাড়িতে সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারছে না। চোখেমুখে আতঙ্ক গ্রাস করেছে। আর মাত্র কয়েকদিন বাদে তাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা।