শুভেন্দুর সন্দেশখালি যাওয়া আটকাতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য
কলকাতা: ফের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তারই মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সন্দেশখালি যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। তার জন্য আদালতের অনুমতি পান বিরোধী দলনেতা। কিনতু তা আটকাতে মরিয়া রাজ্য সরকার। শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাত্রার বিরোধিতা করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। বিচারপতি কৌশিক চন্দের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।তার ভিত্তিতে প্রধান বিচারপতি রাজ্য সরকারকে জানিয়েছেন, আপনাদের আরও অনেক কাজ আছে। কে যাচ্ছে কে যাচ্ছে না আমরা ভাবছি না। মামলা দায়ের করুন। এখনই শুনানি করতে হবে তেমন কোনও তাড়াহুড়ো নেই।
এদিকে এদিন শুভেন্দু অধিকারী সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলে রামপুরে আটকায় পুলিশ। পরে সই করিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জেলিয়াখালি যাওয়ার পথে দলীয় কর্মী সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষ স্বাগত জানান শুভেন্দু অধিকারীকে। সেখানে সংবাদমাধ্যমকে তিনি বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের শেখানো বুলি বলছেন। শাহজাহানকে গ্রেফতার করা হয়নি। মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। উল্লেখ্য, এর আগে গত ২০ ফেব্রুয়ারি সন্দেশখালি গিয়েছিলেন বিরোধী দলনেতা। তখনই তিনি জানিয়েছিলেন, ফের সন্দেশখালি আসবেন।