যেখানে যে শক্তিশালী তাঁকে প্রার্থী করা হোক, বক্তব্য অভিষেকের
কলকাতা: যেখানে যে শক্তিশালী তাঁকে সেখানে প্রার্থী করা হোক। তাহলেই লড়াইটা সহজ হয়ে যাবে। আমি কাউকে দোষরোপ করতে চায় না। তবে প্রদেশ কংগ্রেসের অনেক নেতা আত্মতুষ্টিতে ভুগছেন। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবার জোট নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিধানসভায় পরাজয় হয়েছে কংগ্রেসের। তিন রাজ্যেই ক্ষমতা পেয়েছে বিজেপি। আগামী ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক। তার আগে অভিষেকের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী বছরে মার্চ এপ্রিল মাসে লোকসভা ভোট হওয়ার কথা। এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের প্রার্থী বাছাই ঠিক হয়নি। ফলে তার আগে তৃণমূলের বক্তব্য কী হতে পারে তার একটা আভাস পাওয়া গেল।
এদিন এয়ারপোর্টে অভিষেক আরও বলেন, ভোটে জয়ীদের শুভেচ্ছা। পরাজিতরা ভুল শুধরে নিন। আরও শক্তিশালী হন। আমাদের হাতে অনেক সময় কম। সময় অপচয় না করে সকালের একসঙ্গে কাজ করা উচিত। ধর্মকে হাতিয়ার করে রাজনীতি স্থায়ী হয় না। ধর্মকে হাতিয়ার করে য়ারা রাজনীতি করে। তারা দেউলিয়া। আমি মনে করি সব ক্ষেত্রেই বয়সের উর্ধ্বসীমা থাকা উচিত। ২০২১ এর পর একটা নির্বাচনও বাংলায় জেতেনি বিজেপি। বিজেপি নেতারা পকেটমার। তারা পকেটমার বলে চেঁচায়।