ইধিকার সঙ্গে বড় চমক কয়লা মাফিয়া দেবের
কলকাতা: একটার পর একটা হাউসফুল শো, পুলিশ অফিসার দীপক প্রধানকে দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন অনেকেই। গোটা ২০২৩ জুড়ে তিনটি ছবি, তিনটিই হিট। বলিউড বাদশার মতোই হ্যাটট্রিক হাঁকালেন টলি সুপারস্টার দেব (Dev)। কখনও ব্যোমকেশ, কখনও বীর বিপ্লবী বাঘা যতীন আর বছর শেষে দুষ্টের দমনে বাঘা পুলিশ অফিসার হয়ে মন জিতলেন অনুরাগীদের। এবার নতুন বছরের শুরুতেও দিলেন দারুণ চমক, এবার দেব কয়লা মাফিয়া।
২০২৪-এ আসছে সুপারস্টার দেবের বেশ কয়েকটি ছবি। তার মধ্যে একটি হল সঞ্জয় রিনো দত্তের (Sanjay Rino Dutta) পরিচালিত ‘খাদান’ (Khadaan Teaser)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই ছবির টিজার। আর সেখানেই সবাইকে চমকে দিয়েছেন দেব। “ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ”- টিজারে দেবের গলায় এই ডায়লগ শুনে অবাক হয়েছেন সকলেই। দেব অনুরাগীরা বলছেন, এটাই ‘দেব ম্যাজিক’।