Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

তাপমাত্রা বাড়ল, বড়দিনে জাঁকিয়ে শীত নেই

Updated : 25 Dec, 2023 5:19 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বড়দিনে সোমবার জাঁকিয়ে শীত পড়ছে না। বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। কনকনে শীত অধরাই থাকছে। তবে কুয়াশা মাখা হাল্কা শীতের আমেজে উপভোগ্য আবহাওয়া থাকছে। আগেই পূর্বাভাস ছিল বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা (Temperature)। বঙ্গোপাসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত। যার জেরে রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। এদিকে বড়দিনের হাত ধরে ইংরেজি নববর্ষের উৎসব শুরু হয়ে গেল। এদিন সকালের দিকে সামান্য কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই দৃশ্যমানতা বেড়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ জেলাগুলিতে শীতের (Winter) আমেজ থাকবে। তবে শীতের থিতু হওয়ার সম্ভাবনা কম। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে রবিবার তাপমাত্রা নেমেছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সব জেলাতেই কার্যত হাড় কাঁপানো ঠান্ডা।

এদিন বড়দিনের উৎসব পালন করতে কলকাতাজুড়ে মানুষের ঢল নামবে। বিশেষ করে চিড়িয়াখানা, ইকোপার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ বিভিন্ন জায়গায় উপচে পড়া ভিড় হবে প্রতি বছরের মতোই। সেই মতো নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। রবিবার রাতেই বো ব্যারাক, পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় প্রচুর উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।