Placeholder canvas
কলকাতা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ |
K:T:V Clock

পুজোর থিম বিশ্ব শান্তি নজর কাড়ছে

Updated : 20 Oct, 2023 5:55 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

বারাসাত: জীবনের সংগ্রামে এক টুকরো শান্তি সবার কামনা। শান্তির কথা বললেই বুদ্ধের কথা মনে আসে। বিশ্ব শান্তিই এবার থিম পুজো প্যান্ডেলে। মধ্যমগ্রাম (Madhyamgram) উদয়রাজপুর দক্ষিণপাড়ার পুজো ৭১ তম বছরে পদার্পণ করল। চীনের (China) টেম্পেল অফ হেভেনের (Temple of Heaven) অনুকরণে বৌদ্ধ প্যাগোডা তৈরি করা হয়েছে এই মণ্ডপে। ৩০ হাজার বোতল এবং চামচ দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বিশ্ব শান্তির আবহে তৈরি এই মণ্ডপ। প্রতিবছর এই পুজো আলাদা নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। বহু দূর থেকে দর্শনার্থীরা এই পুজো দেখতে আসেন। এই পুজোর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পুজো মণ্ডপ এবং আবহ নিয়ে প্রশংসা করেন তিনি।

রথীন ঘোষ বলেন, মা আমাদের মধ্যে এসেছেন। পুজোর প্রাক লগ্নে বিভিন্ন মণ্ডপে যাচ্ছি। যাতে বেশি সময় ধরে মায়ের সঙ্গে থাকতে পারি। দেখতে পারি। আমরা কামনা করি সবাই মিলে পুজোর আনন্দ অনুষ্ঠান উন্মাদনায় সামিল থাকুক। সবার পুজোর দিনগুলি ভালো কাটুক। সবাই ভালো থাকুক।