Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রাজভবনে কাজ পেল ভবঘুরে নন্দ

Updated : 24 Oct, 2023 5:30 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাড়ির লোকের কাছে মার খেয়ে হাওড়ার কদমতলার বাড়ি ছেড়ে কলকাতার ধর্মতলায় এসে ভরঘুরের জীবনযাপন শুরু করেছিলেন নন্দ। এবার ধর্মতলার ফুটপাতেই কেটে গিয়েছে তাঁর ১০-১২ বছর। বিভিন্ন দামী হোটেলের সামনের ফুটপাত, বা কোনও মেট্রোর সামনেই রাতের পর রাত কাটিয়ে চলে গিয়েছ ১০-১২ বছর।। কখনও রাজভবনের কোয়াটারের ছাদের তলার রাস্তাতেই কেটেছে কত শীত-গ্রীষ্ম-বর্ষা।

এবার রাজভবনের দরজা শারোদৎসবের নবমীর বিকেলে নন্দর জন্য খুলে গেল। সোমবার বিকেলে রাজভবন থেকে বেরিয়ে চিকিৎসকদের কোয়াটার্সে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের স্থায়ী চিকিৎসকদের শারদীয়ার শুভেচ্ছা জানাতেই সেখানে গিয়েছিলেন তিনি। সেখানেই দেখা হল নন্দর সঙ্গে।