বিশ্বের জনসংখ্যা এবছর সাড়ে সাত কোটি বাড়ল, দাবি রিপোর্টে
নিউইয়র্ক: জনসংখ্যা (Population) প্রতি বছর বাড়ছে। কীভাবে তা সামাল দেওয়া যাবে তা নিয়ে চলছে নিত্য নতুন পরিকল্পনা। তারই মধ্যে একটি রিপোর্ট সামনে এল। তাতে দেখা যাচ্ছে প্রতি বছরের মতো বিদায়ী ২০২৩ বছরেও বিশ্বের (World) জনসংখ্যা বেড়েছে। বিশ্বের জনসংখ্যা বিদায়ী বছরে সাড়ে সাত কোটি বাড়ল। নতুন বছরে বৃদ্ধি পেয়ে সব মিলিয়ে ৮০০ কোটির বেশি জনসংখ্যা দাঁড়াবে। ইউএস সেন্সাস ব্যুরোর পক্ষ থেকে একটি রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে। গত বছর সব মিলিয়ে ১ শতাংশ জনসংখ্যা বেড়েছে। অনুমান, ২০২৪ সালের নতুন বছরের শুরু থেকে প্রতি সেকেন্ডে ৪ জনের জন্ম হবে এবং দুজনের মৃত্যু হবে।
জানা গিয়েছে, আমেরিকার জন্য এই বৃদ্ধির হার ছিল ০.৫৩ শতাংশ। আমেরিকায় ১৭ লক্ষ জনসংখ্যা বেড়েছে। নতুন বছরের শুরুর দিনে আমেরিকার জনসংখ্যা হবে ৩৩.৫৮ কোটি হবে। আমেরিকায় ২০২০-র দশকে সব থেকে কম বৃদ্ধি হয়েছে। ৪ শতাংশের কম বৃদ্ধি হয়েছে। ১৯৩০ সালের মন্দার সময়েও জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ।