Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Indian Destination । দেশেই রয়েছে এক চিলতে বিদেশ, ভিসা-পাসপোর্ট ছাড়াই ঘুরে আসুন

Updated : 15 May, 2023 6:55 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

নিজের দেশেই যে কয়েক চিলতে বিদেশ (World) লুকিয়ে আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন অনায়াসে। পাসপোর্ট-ভিসার ঝামেলা তো নেইই, খরচও আয়ত্তের মধ্যে।              

‘প্রাচ্যের প্যারিস’- পন্ডিচেরি
ভারতের সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে অন্যতম পন্ডিচেরি (Puducherry)। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে এর নতুন নামকরণ হয়েছিল ‘পুদুচেরি’। এ যেন ভারতে বিদ্যমান ফ্রান্সের একটি অংশ। অতীতে ফরাসীদের উপনিবেশ থাকা পন্ডিচেরিতে তার রেশ আজও রয়ে গেছে। শীতকালে এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে। পন্ডিচেরির সমুদ্র সৈকত দারুণ সুন্দর। সার্ফিংয়ের জন্য, অরোভিল বিচ জনপ্রিয়। ব্যাক ওয়াটার বোটিং উপভোগ করার দারুণ জায়গা প্যারাডাইস বিচ। যোগাসনের জন্য শান্তিপূর্ণ জায়গা পেতে চাইলে চলে যেতে পারেন প্রমেনেড বিচে। সান বাথ এবং মাছ ধরার জন্য বিখ্যাত মাহে বিচ। প্রায় ৭১১,৯৩৪ জনসংখ্যা সহ এই ৪৯২ বর্গ কিলোমিটার এলাকার পুদুচেরি ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত একটি আধুনিক শহর।

আন্দামান- মলদ্বীপ এবং পাটায়া   
মালদ্বীপ (Maldives) কিংবা পাটায়া (Pataya) ঘোরার খরচ কুলিয়ে উঠতে না পারলে বেড়িয়ে আসতে পারেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫০০টিরও বেশি ছোটো বড় দ্বীপ রয়েছে। সেগুলির মধ্যে ৩০ টিরও বেশি দ্বীপে রয়েছে জনবসতি। এখানকার সমুদ্র সৈকতের সৌন্দর্যের যেমন কোনও তুলনা হয় না, তেমনই অতুলনীয় এখানকার ওয়াটার স্পোর্টস্-গুলি। হানিমুনের জন্য এখানকার সুন্দর সৈকতের চেয়ে ভালো কিছু বুঝি আর হতে পারে না। নীল দ্বীপ, ক্যাম্পবেল বে, হ্যাভলক দ্বীপ, পোর্ট ব্লেয়ার, লিটল আন্দামান দ্বীপ, সিঙ্ক আইল্যান্ড, ব্যারেন আইল্যান্ড, দিগলিপুর, মায়াবন্দর, রাঙাট, বারাটাং দ্বীপ এবং লং আইল্যান্ড হল এখানকার কিছু সৈকত। 

সুইজারল্যান্ড- খাজ্জিয়ার (ভারত) 
হিমাচল প্রদেশের (Himacal Pradesh) অপূর্ব সুন্দর মফঃস্বল শহর খাজ্জিয়ার। এখানে বেড়াতে নয়, যেতে পারেন অবকাশ কাটাতে। বেশিরভাগ পর্যটক এখানে এক বা দুই দিনের জন্য বেড়াতে যান। কিন্তু বিশ্বাস করুন সাতটা দিন যদি এখানকার শান্ত-নিস্তব্ধ পরিবেশে থাকতে পারেন তাহলে মেডিটেশনের কাজটা অনেকটাই সেরে নেওয়া যায়। বেড়াতে যেতে পারেন খাজ্জিয়ার হ্রদে। এর আকারটি অনেকটা সসেজের মতো। দর্শন করে আসতে পারেন খাজ্জি নাগ মন্দিরেও।