ঘুরে আসতেই পারেন পুরীর কাছেই এই শিল্পগ্রামে!
পুরী: ঘুরতে গিয়ে পুরী (Puri)-তে কোনারক, চিল্কা লেক, কুরুমা, ককটপুর, সাক্ষীগোপাল এইসব ঘুরতে যান অনেকেই। কিন্তু জানেন কি পুরীর খুব কাছেই আছে ওড়িশার (Odisha) দুই বিখ্যাত শিল্পগ্রাম? বলা হয় ওড়িশার বিখ্যাত পটশিল্পীরা (Potter) থাকে এই দুই গ্রামে (Odisha Handicraft Villages)। তাঁদের শিল্পকর্ম দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনারও। পুরীতে ঘুরতে গিয়ে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন পিপলি ও রঘুরাজপুর থেকে। পুরী থেকে ১২ কিলোমিটারের মধ্যে রয়েছে পটশিল্পীদের গ্রাম রঘুরাজপুর।
গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা, দেওয়ালজুড়ে চোখে পড়বে পটশিল্পীদের আঁকা জগন্নাথ, বলরাম, গণেশ, হাতি পাখি, শ্রীকৃষ্ণের রাসলীলার ছবি। এখানকার পটশিল্পীরা প্রাকৃতিক রঙ ব্যবহার করেন। গ্রামে গেলে দেখতে পাবেন, তালপাতা ও কাপড়ের উপর রঙ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানারকম নকশা ও ছবি। তাছাড়া পাথরের মূর্তি, নানারকম মুখোশ, কাঠের তৈরি গাছগাছালি, পশু-পাখি ইত্যাদি ঘর সাজানোর জিনিসের দেখা মিলবে অঢেল।