
Dilip Ghosh | Kurmi | দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানতে হাজার হাজার কুড়মির জমায়েত
পুরুলিয়া: কুড়মি জাতির প্রতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কুরুচিকর মন্তব্যেকে ঘিরে উত্তপ্ত কুড়মি (Kurmi) সমাজ। বুধবার পুরুলিয়া (Purulia) জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেলপথ ও সড়ক পথ ধরে হাজার হাজার কুড়মি সম্প্রদায়ের নেতা ও কর্মীরা প্রতিবাদ মিছেলে যোগ দিতে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিলেন।
কুড়মি নেতা সমীর কুমার মাহাতো বলেন, দিলীপ ঘোষ তাঁদের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা নিয়ে অবিলম্বে তাঁকে ক্ষমা চাইতে হবে না হলে আজ তাঁরা কার্যালয়ের সামনে অর্ধ নগ্ন অবস্থায় প্রতিবাদ জানাবেন।
উল্লেখ, লালগড়ের ধরমপুরে দলীয় সভায় যাওয়ার পথে রবিবার বামাল এলাকায় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিক্ষোভে কুড়মিদের তরফে দিলীপের কাছে জানতে চাওয়া হয়, তিনি কুড়মি সমাজের জন্য কী করেছেন? খেমাশুলির আন্দোলনে চাল-ডাল পাঠিয়ে কুড়মিদের খাওয়ানোর দাবি করেন দিলীপ। এই বক্তব্যের বিরোধীতা করে প্রমাণের দাবি জানিয়ে দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেয় কুড়মিরা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদকে জানাতে হবে, তিনি কাদের সহযোগিতা করেছেন। তিনি যদি না জানাতে পারেন তবে তাঁকে ঘাঘর ঘেরা করা হবে এবং জঙ্গলমহলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।
তারই প্রেক্ষিতে সোমবার ফের মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। ক্ষমতা থাকলে মাহাত সাংসদ-বিধায়কদের পারলে পদত্যাগ করিয়ে দেখান। আমি ওদের আন্দোলনের পাশে রয়েছি। আমি চাল-ডাল দিয়ে সাহায্য করেছি। কাদের কী সাহায্য করেছি, জানতে চাইলে নাম প্রকাশ্যে আনব।
মঙ্গলবার শালবনি থানার দক্ষিনশোলে দিলীপ ঘোষের (Dilip Ghosh) কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান কুড়মি (Kurmi) সমাজের আন্দোলনকারীরা৷