Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

হাসপাতালগুলিতে থ্রেট কালচার মামলার দ্রুত শুনানির আবেদন

Updated : 19 Dec, 2024 7:13 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

কলকাতা: হাসপাতালগুলিতে থ্রেট কালচার (Threat Culture)নিয়ে মামলার দ্রুত শুনানি (Urgent hearing) হোক। হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Division Bench of the Chief Justice ) দৃষ্টি আকর্ষণ আবেদন জমা পড়ল। ৯ জানুয়ারি মামলার শুনানি।

আরজি কর (RG Kar) হত্যার ঘটনা সামনে আসতেই, উত্তরবঙ্গ (North Bengal), বর্ধমান, মালদা মেডিক্যাল সহ বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ধরনের থ্রেট কালচারের একের পর এক অভিযোগ আসতে থাকে।

এই  নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। শীঘ্রই হাসপাতালগুলিতে এই ধরনের অরাজকতা নিয়ে আন্দোলনে বসে চিকিৎসকরা। রফাসূত্রে আসতে দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন চিকিৎসকেরা। সমাধান সূত্রের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকার পক্ষের তরফ থেকে জানানো হয় ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে রাজ্য সরকার পদক্ষেপ করছে। অভিযুক্তদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে।