তিরুপতি মন্দিরে হুড়োহুড়ি, পায়ে চাপা পড়ে মৃত ৬
ওয়েব ডেস্ক: তাহলে কি মন্দিরে অতিরিক্ত ভক্তের সমাগম কাল হয়ে দাঁড়াল? ভারতের অন্যতম জনপ্রিয় মন্দিরে পদপিষ্ট (Stampede) হয়ে প্রাণ হারালেন ছ’জন। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দিরে (Tirupati Temple) ভক্তদের ভিড়ে হুড়োহুড়ির জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার সন্ধ্যায় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ অন্তত ছ’জনের। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহতও হয়েছেন।
ওয়েব ডেস্ক: তাহলে কি মন্দিরে অতিরিক্ত ভক্তের সমাগম কাল হয়ে দাঁড়াল? ভারতের অন্যতম জনপ্রিয় মন্দিরে পদপিষ্ট (Stampede) হয়ে প্রাণ হারালেন ছ’জন। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দিরে (Tirupati Temple) ভক্তদের ভিড়ে হুড়োহুড়ির জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার সন্ধ্যায় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ অন্তত ছ’জনের। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহতও হয়েছেন।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, মন্দিরের সামনের দিকে থাকা ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টিকিট কেন্দ্রের কাছে বৈরাগী পট্টিতা পার্কে এই দুর্ঘটনাটি ঘটেছে। ১০ দিনের বৈকুণ্ঠ একাদশী থাকার জন্য বুধবার সকাল থেকেই সেখানে ভক্তদের লম্বা লাইন পড়ে। সন্ধ্যার সময় টিকিটকেন্দ্রের সামনে ভক্তসংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। সেই সময় টোকেন বিলি শুরু হওয়ার ঘোষণা হয়। সঙ্গে সঙ্গে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মন্দির কর্তৃপক্ষ ভিড় সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।