এবার বাংলার অধিকার যাত্রা নিয়ে লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা
কলকাতা: এবার তৃণমূল কংগ্রেসের (TMC) নতুন প্রচারাভিযান, বাংলার অধিকার যাত্রা (Banglar Adhikar Yatra)। বাংলার বিরোধীদের বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে মাঠে নামছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ব্রিগেডে গত রবিবার জনগর্জন সভার পর, আজ, বুধবার থেকে তৃণমূল কংগ্রেস তাদের নতুন প্রচারাভিযান বাংলার অধিকার যাত্রা শুরু করতে প্রস্তুত। বাংলার অধিকার যাত্রা আদতে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন প্রচার কর্মসূচির একটি অন্যতম প্রধান অংশ। চমকে ভরা এই আয়োজন আগামী দিনে তৃণমূলের প্রচার কর্মসূচিকে আরও জোরদার করবে।
এই কর্মসূচির আওতায় তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীরা সবাই নিজ লোকসভা কেন্দ্রে ১০ দিনের একটি যাত্রা করবেন। আজ ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণে এই প্রচার কর্মসূচি পালন করা হবে। প্রার্থীরা যাঁদের সঙ্গে বৈঠক করবেন: i) জেলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা; ii) একটি করে কর্মী সম্মেলন করবেন; iii) এবং প্রথম দিনে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী ৭-১০ দিন, প্রার্থীরা সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রজুড়ে জনসভা, বৈঠক, দরজায় দরজায় ঘুরে প্রচার এবং মিছিল করবেন।