কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

চক্রান্ত করে নবান্ন অভিযান করছে, সরব তৃণমূল

Updated : 26 Aug, 2024 3:02 PM
AE: Hasibul Molla
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কলকাতা: আরজি করের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তবে এই কর্মসূচিতে গুলি চালানো এমনকি, খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি বলে এমনই অভিযোগ করল তৃণমূল। সোমবার একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই। চক্রান্ত করে নবান্ন অভিযান করছে। পরে দুটি ভিডিও প্রকাশ করেন কুণাল। সেই ভিডিওতে শোনা যাচ্ছে, বডি চাই। যদিও ওই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

ভিডিওতে কয়েকজন ব্যক্তি দাবি করছেন, ২৭ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না। তার কারণ, বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হবে না। যদিও কুণালের ওই সাংবাদিক বৈঠকের পরেই বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন আচরণ করছে।