Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

লোকসভা ভোটের আগে গোসাবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

Updated : 18 Mar, 2024 6:04 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বসিরহাট: লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গোসাবার রাধানগরে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ বিজেপির। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগরে তৃণমূলের হাতে আক্রান্ত তৃনমূল। অভিযোগ, গত শুক্রবার রাতে রাধানগরে গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামী এক তৃণমূল দম্পতির দোকানে চড়াও হয়ে মারধর ও দোকান ভাঙচুরে অভিযোগ ওঠে তৃণমূল নেতা তপন মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই মহিলা অনুগামীর গলার সোনার চেন ছিনিয়ে নেওয়ার হয় বলে অভিযোগ।

পাশাপাশি ওই দম্পতিকে এলাকায় ঢুকলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে ঘর ছাড়া ওই দম্পত্তি। সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই দম্পত্তি। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা তিনি বলেন, সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্দ্যোগে কৃষকদের জন্য যে ওল দেওয়া হয়েছিল, সেই ওল বিধায়ক সুব্রত মণ্ডল নিজের লোকজনকে দেওয়ার জন্য ওদের দোকানে রেখেছিল। সেখান থেকে নিজেদের লোকজনকে ওল দেওয়ায় গ্রামবাসীরা প্রতিবাদ করায় গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা হয়। এই ঘটনায় আমাকে মিথ্যভাবে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার জন্য দায়ী বিধায়ক নিজেই।

Tags: