Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মহুয়ার পাশে অভিষেক, অধীরও

Updated : 9 Nov, 2023 7:04 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সাংসদের বিরুদ্ধে বৃহস্পতিবারই খসড়া রিপোর্ট পেশ করতে পারে এথিক্স কমিটি (Ethics Commitee)। তার আগে এদিন ইডির (ED) তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর অভিষেক বলেন, মহুয়া নিজের লড়াই নিজেই লড়তে সক্ষম।

এ প্রসঙ্গে অভিষেক আরও বলেন, বিজেপির এমন অনেক সাংসদ রয়েছেন, যাঁদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছে, কিন্তু সেসবের কোনও শুনানিই হয়নি। বিজেপি সাংসদ রমেশ বিধুরির প্রসঙ্গও টেনে আনেন অভিষেক। তাঁর কথায়, নতুন সংসদ ভবনে যখন অধিবেশন ডাকা হয়েছিল তখন বিজেপি সাংসদ রমেশ যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, তাতে সংসদের গৌরব নষ্ট হয়েছে। বিজেপির এমন অনেক সাংসদের বিরুদ্ধে তো স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না বলেও প্রশ্ন তোলেন অভিষেক।

এদিনই লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীও (Adhir Ranjan Chowdhury) মহুয়ার পাশে থাকার বার্তা দেন ফের একবার। তিনি বলেন, যে এথিক্স কমিটি তদন্ত করছে তারাই তো সবথেকে বড় অনৈতিক কাজ করছে। তা না হলে যেটা খসড়া রিপোর্ট বলা হচ্ছে, তা প্রকাশ্যে আসছে কী করে? এথিক্স কমিটি প্রথমে খসড়া রিপোর্ট তৈরি করে। তারপর তা লোকসভার স্পিকারের কাছে যাবে। সবশেষে আলোচনার জন্য উঠবে। এর আগে পর্যন্ত তো এই রিপোর্ট গোপন থাকার কথা, অভিযোগ অধীরের।

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা সদস্য খারিজ করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। ‘টাকার বদলে প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগের তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিটি। মহুয়ার কার্যকলাপকে অত্যন্ত আপত্তিজনক, অনৈতিক, অপরাধমূলক বলে খসড়া রিপোর্টে বলা হয়েছে। এই রিপোর্ট আজ, বৃহস্পতিবার বিকেল নাগাদ পেশ করে ভোটাভুটির মাধ্যমে গৃহীত হবে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বিজেপিরই পাল্লা ভারী। সে হিসেবে মহুয়ার এমপি পদ খারিজ হওয়া খুব একটা অস্বাভাবিক নয়।

রিপোর্টে বলা হয়েছে, কোনও কিছুর বিনিময়ে কিছু লেনদেনের মতো মহুয়া এবং হিরানন্দানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে। যা নিয়ে সরকারকে তদন্ত করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। সূত্রে জানা গিয়েছে, কমিটির সদস্য বহুজন সমাজ পার্টির এমপি দানিশ আলির ব্যবহার নিয়েও কড়া মনোভাব নিয়েছে নিয়েছে। দানিশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহুয়াকে করা প্রশ্ন বিকৃত করে প্রচার করেছেন। দানিশ জনতার ভাবাবেগকে প্ররোচনা দিয়েছেন বলে কমিটি অসন্তুষ্টি প্রকাশ করেছে।

উল্লেখ্য, এথিক্স কমিটির এই সুপারিশ পরবর্তী শীতকালীন অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হবে। সেখানে আলোচনার পর পদক্ষেপ করা হবে। এদিন বিকেল চারটে নাগাদ কমিটির সামনে হাজির হওয়ার কথা মহুয়া মৈত্রের।