বিজেপিকে ভোট দিলে এর ফল ভুগতে হবে, ব্যবসায়ীদের হুমকি তৃণমূল নেতার
কোচবিহার: দিনহাটা চওড়াহাট বাজারের কোনও ব্যবসায়ী যদি এবার বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবে এবং বিজেপির হয়ে প্রচারের কথা চিন্তা করে তাহলে এর ফল তাঁদেরকে ভুগতে হবে। এমনই বিস্ফোরক মন্তব্য তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধরের। সোমবার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে দিনহাটার চওড়াহাট বাজারে ভোট প্রচারে গিয়ে এলাকার ব্যবসায়ীদের উদ্দেশ্যেএমনই হুমকি দেন বিশু।
বিশু বলেন, তাঁরা সব সময় ব্যবসায়ীদের পাশে থাকেন। কিন্তু বিগত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে দিনহাটা চওড়াহাট বাজারের ব্যবসায়ীরা বিজেপিকে ভোট দিয়েছে। তাই এবার যদি ব্যবসায়ীরা পুনরায় সেই কাজ করতে চান তাহলে তাঁদের ফল ভুগতে হবে। তাঁরা সারা বছর চওড়াহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে থাকে। অথচ বিগত নির্বাচনে এই চওড়াহাট বাজারেই তথা দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেস সাত হাজার ভোটে হেরেছে। সেই সময়ে তাঁদের বিধানসভা আসনে প্রার্থী তথা রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ ৫৭ ভোটে হেরেছে। সেই হিসেব তাঁরা কোনওভাবেই মেলাতে পারছেন না।