Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

যত আক্রান্ত হব, তত হৃদয়ে জায়গা পাব, সিবিআই নিয়ে ফিরহাদ

Updated : 30 Nov, 2023 6:00 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ধর্মতলার সভার পরদিনই বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ কলকাতা পুরসভায় (CMC) তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) বাড়িতে হানা প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বেলন, বিজেপি এভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশগুলো দিয়ে লড়াই করা যায় না। লড়াই হয় মানুষের সংগঠন এবং মানুষের সঙ্গে যোগাযোগ দিয়ে। ওদের শুধু মেরে দেব, ভেঙে দেব, জেলে ঢুকিয়ে দেব। এসব দিয়ে সংগঠন হয় না। পায়ের তলায় মাটি পাওয়া যায় না। যত আমরা আক্রান্ত হব, তত মানুষের হৃদয়ে আমরা জায়গা পাব।

এদিন সকাল থেকেই তৎপর সিবিআই। এদিন রাজ্য জুড়ে একাধিক এলাকায় হানা দিয়েছেন তদন্তাকারীরা। এদিন সকাল ১০টা নাগাদ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ে বিএড কলেজ মালিকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বিএড কলেজের মালিক সজল আনসারি বাড়িতে তিন সদস্যের প্রতিনিধি দল তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।