Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান

Updated : 29 Feb, 2024 8:44 PM
AE: Abhijit Roy
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

সন্দেশখালি: ৫৫ দিনের টালবাহানার অবসান। অবশেষে গ্রেফতার সন্দেশখালির ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শেখ  শাহজাহান (Sheikh Shahjahan Arrested)। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেফতার তৃণমূল নেতা। আজই পেশ করা হবে বসিরহাট আদালতে। রাজ্য পুলিশের ডিজি-র সন্দেশখালিতে রাত্রিযাপনের পরই কোথাও একটা জল্পনা চলছিল, এবার হয়তো শেখ শাহজাহান গ্রেফতার হবেন। কিন্তু শাহজাহানের গ্রেফতারিতে কোথাও একটা আইনি জটিলতা থেকেই যাচ্ছিল।

গত সোমবার কলকাতা হাই কোর্ট জানায়, তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে রাজ্যের পুলিশ। কোনও স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি। এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য, ‘স্পষ্ট ভাবে বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি, যে গ্রেফতার করা যাবে না।’ প্রধান বিচারপতির মন্তব্যের পরে শাসক তৃণমূল সোমবার আবার দাবি করে, আদালতের কারণেই শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ। ‘জট’ কেটেছে। সাত দিনের মধ্যে শাহাজাহান গ্রেফতার হবেন। তবে দলের সাত দিনের ডেটলাইনের ৩দিনের মাথাতেই গ্রেফতার শেখ শাহজাহান।