Panchayat Election | ঝাড়গ্রাম, আসানসোলের কিছু পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখল
আসানসোল: ভোটের আগেই ৩টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ত্রিস্তর পঞ্চায়েতে যখন একদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি-বোমা থেকে শুরু করে খুন হওয়ার ঘটনা ঘটে ঠিক তখনই মনোনয়নের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল আসানসোলের বারাবনি ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে এবং তারপর বারাবনি ব্লকের ৮টি পঞ্চায়েতের মধ্যে তিনটি পঞ্চায়েত যথাক্রমে পানুড়িয়া পঞ্চায়েত,পাঁচগেছিয়া পঞ্চায়েত অন্যটি জামগ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। এই জয়ের পর আবির খেলে আনন্দে মেতে ওঠেন তৃণমূল নেতা ও কর্মীরা।
এই বিষয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, বারাবনির ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই তিনটি পঞ্চায়েতে বিরোধীরা কোনও নমিনেশন জমা করেননি বলেই জানান বিধায়ক।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ২টি গ্রাম পঞ্চায়েতে ২১টি পঞ্চায়েত আসন ও ৫টি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার ছিল শেষদিন। বিকেল তিনটের সময় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পেরিয়ে যাওয়ার পরে দেখা গেল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রগড়া ও আন্ধারি এই দুটি গ্রাম পঞ্চায়েতের মোট ২১ পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এই দুটি অঞ্চলের ৫টি পঞ্চায়েত সমিতির আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। সাঁকরাইল ব্লকের তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত জানান, তৃণমূল উন্নয়নের জন্য এখানে বিজেপি ও সিপিএম কেউ প্রার্থী দিতে পারেনি। ওরা কোনও প্রার্থী বা প্রস্তাবক পায়নি। এখানে কোনও সন্ত্রাস বা কাউকে আমরা বাধা দিইনি। এলাকার মানুষ উন্নয়নকে সম্মান জানিয়েছে।