Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সপ্তাহ শুরুতে জ্বালানির দাম বাড়ল না কমল! 

Updated : 5 Sep, 2023 12:10 AM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: কলকাতার (Kolkata) পাশাপাশি গোটা দেশেই জ্বালানির দাম বেশ চড়া। বিশেষজ্ঞেরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে কমতে পারে জ্বালানির দাম। ফলে প্রতিদিনই সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে কি সস্তা হল পেট্রল, ডিজেল? সপ্তাহের প্রথম দিন সোমবার ৪ সেপ্টেম্বর কী রয়েছে দেশে জ্বলানির দাম! তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। ভারতের তেল সংস্থাগুলি পেট্রল এবং ডিজেলের নতুন দাম   ঘোষণা করে। দেশের একাধিক শহরে পেট্রল এবং ডিজেলের দামে বড় পরিবর্তন হয়। এদিন, একাধিক শহরে পেট্রল ও ডিজেলের দাম কমেছে। তবে বেশ কয়কটি শহরে পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে।      
 
কলকাতায় জ্বালানির দাম কত রয়েছে আজ?
প্রতি লিটার পেট্রলের দাম ১০৬.০৩ টাকা। 
প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

দিল্লিতে আজ জ্বালানির দাম কত? 
প্রতি লিটার পেট্রলের দাম ৯৬.৭২ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৬২ টাকা।

চেন্নাইয়ে আজ জ্বালানির দাম কত? 
প্রতি লিটার পেট্রলের দাম ১০২.৬৩ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.২৪ টাকা।

মুম্বইয়ে জ্বালানির দাম কত? 
প্রতি লিটার পেট্রলের দাম ১০৬.৩১ টাকা ।
প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.২৭ টাকা।

বেঙ্গালুরুতে জ্বালানীর দাম কত?
প্রতি লিটার পেট্রলের দাম ১০২.৯৪ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.৮৯ টাকা।

মুম্বইয়ে জ্বালানির কী দাম কত, দেখে নিন 
প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৬.৩১ টাকা
প্রতি লিটারে ডিজেলের দাম: ৯৪.২৭ টাকা

নয়ডায় আজ জ্বলানির দাম কত জানেন? 
প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.৭৭ টাকা     
প্রতি লিটারে ডিজেল দাম: ৮৯.৯৪ টাকা।

বেঙ্গালুরু জ্বালানির মূল্য জানেন? 
প্রতি লিটারে পেট্রলের দাম: ১০১.৯৪ টাকা 
প্রতি লিটারে ডিজেল দাম: ৮৭.৮৯ টাকা।

চন্ডিগড়ে জ্বলানির দাম কত?
প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.২০ টাকা     
প্রতি লিটারে ডিজেল দাম: ৮৪.২৬ টাকা।

লখনউয়ে আজ জ্বালানির দাম কত, চলুন জেনে নেওয়া যাক
প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.৫৭ টাকা      
প্রতি লিটারে ডিজেল দাম: ৮৯.৭৬ টাকা।

জয়পুরে আজ জ্বলানির দাম কত জানেন?
প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৮.০৮ টাকা 
প্রতি লিটারে ডিজেল দাম: ৯৩.৩৬ টাকা।
   
গুরুগ্রামে আজ জ্বালানির দাম কত জানেন?
প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৭.১০ টাকা 
প্রতি লিটারে ডিজেল দাম: ৮৯.৯৬ টাকা।
 
যে কোনও গ্রাহক চাইলে সহজে নিজের শহরের পেট্রল ও ডিজেলের দাম জেনে নিতে পারে। ইন্ডিয়ান অয়েল-এর গ্রাহকরা এই জন্য 9224992249 নম্বরে এসএমএস পাঠাতে পারে। আর বিপিসিএল-এর গ্রাহকরা, 9223112222 নম্বরে এসএমএস করতে পারে।