Placeholder canvas
কলকাতা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ |
K:T:V Clock

লক্ষ্মীবারে সস্তা সোনার দাম! জানুন কত যাচ্ছে কলকাতায়

Updated : 2 Nov, 2023 7:11 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

কলকাতা: সোনার (Gold) সঙ্গে জড়়িয়ে থাকে বাঙালির আবেগ। যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন। আর সামনেই তো রয়েছে কালীপুজো (KaliPuja), দিওয়ালি (Diwali)। দিওয়ালিতে সোনা ঘরে আনবেন না, তা আবার হয় নাকি! তাই দোকানে যাওয়ার আগে দেখে নিন আজ লক্ষ্মীবারে কলকাতায় সোনা-রুপোর দাম কি রয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৪০০টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,৫৩০ টাকা।

দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৫৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,৬৮০ টাকা।

মুম্বইতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮৬০টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামদাম ৬১,৫৩০ টাকা।

চেন্নাইতে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৮৬০টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,৫৩০ টাকা।

বেঙ্গালুরুতে সোনার দাম –
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৫৬,৪০০টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাম ৬১,৫৩০ টাকা।

হায়দরাবাদে সোনার দাম-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৪০০টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১,৫৩০ টাকা।

বৃহস্পতিবার রুপোর দাম:
প্রতি কেজি রুপোর বাটের দাম- ৭০,৯৫০ টাকা।
প্রতি কেজি খুচরো রুপোর দাম- ৭১,০৫০ টাকা।