Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বদলে যাবে বাংলার আবহাওয়া, চড়বে পারদ, জানুন পূর্বাভাস

Updated : 28 Nov, 2023 5:13 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: নভেম্বর প্রায় শেষের পথে। তারপরই ডিসেম্বর। আর ডিসেম্বর মানেই প্রবল শীত (Winter)। তাই এখন শীতের আমেজ উপভোগ করার মরশুম। তবে, সেই শীতের আগমনী এই নভেম্বরে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। তার কারণ হল, বঙ্গপোসাগর তৈরি ঘূর্ণাবর্ত এবং তা থেকে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। আর তার জেরে মঙ্গলবার বাংলার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে আগামী কয়েকদিনে রাতের পারদ চড়বে। জানুন কী বলছে হাওয়া অফিস (Weather Office)?

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু একদিনের মধ্যে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, দক্ষিণ আন্দামানের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৯ তারিখের মধ্যে এই নিম্নচাপটিও গভীর নিম্নচাপে পরিণত হবে বলে খবর। যদিও এর অভিমুখ কোনদিকে হবে, তা এখন-ই স্পষ্ট নয়।