
কালীপুজোয় বৃষ্টি! দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ
Updated : 29 Oct, 2023 5:50 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
কলকাতা: রাজ্য জুড়ে এখন শুধু হেমন্তের আবহাওয়া। অক্টোবরের শেষ প্রায়, নভেম্বরের শুরু, এই সময় তাপমাত্রার ওঠানামা করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এর মধ্যে কি বৃষ্টির কোনও পূর্বাভাস রয়েছে? জাঁকিয়ে শীতই বা কবে থেকে পড়ছে? এই প্রশ্ন প্রায় সকলের। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি নেমে আবার দুই ডিগ্রি থেকে বাড়বে।
হাওয়া অফিস জানাচ্ছে, ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় জেলায় জেলায় শীতের আমেজ।
Tags: