Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

শক্তি বাড়াল নিম্নচাপ, মঙ্গলে দিনভর রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

Updated : 5 Sep, 2023 11:51 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: গত কয়েকদিন ধরেই গুমোট গরম ছিল শহর কলকাতায় (Kolkata)। চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত (Rain) হয়নি দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। কিন্তু, অবশেষে সেই আক্ষেপ মিটতে চলেছে। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, বঙ্গোপসাগরে (Bay of Bengal) যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে। যার জেরে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে কলকাতাতে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টি হবে তিলোত্তমায়। 

মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা কমে হয়েছিল ৩০.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ।

চলতি মরশুমের শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গ। বৃষ্টির একটা ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। তবে এবার সাধারণ মানুষের জন্য সস্তির খবর শোনাল হাওয়া অফিস। মঙ্গলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ বাড়বে। একইসঙ্গে তাপমাত্রা এবং আপক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। আপাতত সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।