অব্যাহত নিম্নচাপের বর্ষণ, চলবে আর কতদিন?
কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও ভারী বৃষ্টি (Rain) আবার কোথাও ছিটেফোঁটা বৃষ্টির দেখাও মিলেছে। যদিও, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়ার (Weather) চিত্রটা একইরকম। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। যা আপাতত চলবে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ১১.৩ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে, শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এর ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাড়বে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের উপরের দিকে রাজ্যগুলিতে বৃষ্টির প্রভাব পড়বে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যে ঝাড়খণ্ডে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোটা, ডামহো সিদ্ধি হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাতের কচ্ছ ও পাকিস্তান সংলগ্ন এলাকা এবং দক্ষিণের কোমোরিন এলাকায়।